ঢাকাশনিবার, ০৯ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

বিয়ের পরই সুখবর পেলেন মেহজাবীন

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ , ০৫:০৩ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ক্যারিয়ারে ইতোমধ্যে অসংখ্য হিট নাটক উপহার দিয়েছেন তিনি। শুধু তাই নয়, ওয়েব ফিল্মেও নিজের অভিনয় গুণে দর্শকদের নজর কেড়েছেন এই অভিনেত্রী। যেকোনো চরিত্রেই খুব সহজেই নিজেকে মানিয়ে নেন তিনি।

বিজ্ঞাপন

এদিকে, মেহজাবীন অভিনীত সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ‘প্রিয় মালতী’ সিনেমাটি দেশে প্রশংসিত হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবেও প্রশংসিত হয়েছে।

480774659_1191054415723118_2894178992464699223_n

বিজ্ঞাপন

সম্প্রতি সিনেমাটি লন্ডন বাঙালি চলচ্চিত্র উৎসবের অষ্টম আসরে দর্শকসেরা পুরস্কার অর্জন করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সে সুখবর জানান দিয়েছেন অভিনেত্রী। এই খবর পাওয়ার পর উচ্ছ্বসিত তিনি।

অনুভূতির কথা বলতে গিয়ে এক সাক্ষাৎকারে মেহজাবীন বলেন, অনেক দুঃসময় পেরিয়ে আজ এখানে পৌঁছেছি। রাজীবের (নির্মাতা আদনান আল রাজীব) সঙ্গে সাফল্য উদযাপন করছি। এ অনুভূতি সত্যি ভাষায় প্রকাশ করা কঠিন।

491534578_18500988169010426_3489746434942040198_n

বিজ্ঞাপন

‘প্রিয় মালতী’ সিনেমাটি এর আগে ‘কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ ও ভারতের ‘গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ অফিশিয়ালি প্রদর্শিত হয়।

বিজ্ঞাপন

অন্যদিকে অভিনেত্রীর স্বামী, নির্মাতা আদনান আল রাজীবের জীবনেও আসছে একের পর এক সুখবর। সম্প্রতি তার নির্মিত সিনেমা ‘আলী’ বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবে ‘স্বল্পদৈর্ঘ্য সিনেমা’ বিভাগে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে।

আরটিভি/এএ-টি

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...

Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |